Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে রামগতি

রামগতি উপজেলার আয়তন প্রায় ৩৪৭ বর্গ কিলোমিটার। রামগতি উপজেলার উত্তরে কমলনগর উপজেলা, পূর্বে নোয়াখালী সদর ,দক্ষিণে নোয়াখালীর হাতিয়া উপজেলা এবং পশ্চিমে ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলা।


রামগতি উপজেলা ৩৯ টি গ্রাম নিয়ে গঠিত। উপজেলার মোট জনসংখ্যা ২,৭৯,০০৯ জন, এর মধ্যে পুরুষ ১,৩৭,৫৫১ জন এবং মহিলা ১,৪১,৪৪৫ জন। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ৭৫২ জন। মোট জনসংখ্যার মধ্যে ২,৪৯,৯৫৮ জন মুসলিম, ১০,৯৮৬ জন হিন্দু, ৪জন বৌদ্ধ, ৫৩জন খ্রিস্টান এবং ০১ জন অন্যান্য ধর্মাবলম্বী। 


রামগতি উপজেলার শিক্ষার হার ৬২% এই উপজেলার মোট ভোটার সংখ্যা ১,৪২,৯২২ জন । এর মধ্যে পুরুষ ভোটার ৭১,২৫১ জন এবং মহিলা ভোটার সংখ্য ৭১,৬৭১ জন।


ভূমি বিষয়ক তথ্য         : রামগতি উপজেলায় উপজেলা ভূমি অফিস ০১ টি,ইউনিয়ন ভূমি অফিস ০৮ টি, মৌজার সংখ্যা -৩০টি। খাস সম্পত্তির পরিমাণ ১০৩৩২.৬০ একর, অর্পিত সম্পত্তি ৫০১.৪৪ একর,খাস পুকুর ০৬ টি।


আশ্রয়ন প্রকল্প              : ১৪ (চৌদ্দ) টি উপকারভোগী ২৮০০ (দুই হাজার আটশত) পরিবার।


আদর্শ গ্রাম                  : ০৪ (চার) টি উপকারভোগী ১৮০ (এক শত আশি) পরিবার।


আবাসন প্রকল্প             : ০৩ (তিন) টি উপকারভোগী ১৬০ (এক শত ষাট) পরিবার।


শিক্ষা প্রতিষ্ঠান            : এই উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়া ৯৬টি, সরকারি মাধ্যমিক বিদ্যালয় ০২টি, মাধ্যমিক বিদ্যালয় ১৯টি, নিন্ম মাধ্যমিক বিদ্যালয় ০২টি, সরকারি কলেজ ০১টি, বেসরকারি কলেজ ০৩টি, দাখিল মাদ্রাসা ০৬টি, আলীম মাদ্রাসা ০৪টি, ফাযিল মাদ্রাসা ০১টি, কামিল মাদ্রাসা ০২টি, স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা ০২টি।


ধর্মীয় উপাসনালয়        : মসজিদ ৩৭৬ টি, মন্দির ১১ টি এবং গির্জা ০১টি।


পৌরসভা                   : ০১টি, রামগতি পৌরসভা।


ইউনিয়ন সমূহ             : ০৮ (আট) টি।

#

ইউনিয়ন

২নং চর বাদাম ইউনিয়ন

৩নং চর পোড়াগাছা ইউনিয়ন

৪নং চর আলেকজান্ডার ইউনিয়ন

৫নং চর আবদুল্যাহ ইউনিয়ন

৬নং চর আলগী ইউনিয়ন

৭নং চর রমিজ ইউনিয়ন

৮নং বড়খেরী ইউনিয়ন

৯নং চর গাজী ইউনিয়ন


উপজেলার ঐতিহ্য        : সয়াবিন চাষ।


ভাষা ও সংস্কৃতি           : বাংলা স্থানীয় আঞ্চলিক ভাষা।


মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের তালিকা (ইউনিয়ন ভিত্তিক)


দর্শনীয় স্থান                : মেঘনার বুকে জেগে উঠা চর গজারিয়া ও বয়ারচর ।


খেলাধুলা ও বিনোদন    : লাঠি খেলা।


প্রাকৃতিক সম্পদ          : ইলিশ মাছ।


নদ-নদী                    : মেঘনা ও ভুলুয়া নদী।