Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
ভুলুয়া নদী
বিস্তারিত

রামগতি উপজেলার অন্যতম প্রধান নদী। এক সময়ের প্রমত্ত ভুলুয়া কালক্রমে নদী দূষণ, নদী ভরাট ও পলি জমে জমে মৃত নদীতে পরিনত হয়। ফলে দেখা দেয় জলাবদ্ধতা। অতিবৃষ্টিতে ভেসে যায় দুকূল। মানুষ হারায় তাদের উৎপাদিত ফসল। এ অবস্থার অবসান ঘটানোর লক্ষ্যে ১৯৯৬ খ্রিস্টাব্দে তৎকালীন মাননীয় প্রাণী সম্পদ মন্ত্রী জনাব আসম আব্দুর রব এর সময় ভুলুয়া নদী খনন করা হয়।