কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
রামগতি উপজেলা মাছের দিক থেকে বৈচিত্র্যপূর্ণ। ইলিশের জন্য এ উপেজেলা বিখ্যাত। এ উপজেলায় রয়েছে লোনা ও মিঠা পানির মাছের সমারহ। লক্ষ্মীপুরের জনগণের প্রধান অর্থনৈতিক কর্মকান্ডের একটি হলো মাছ ধারা। দেশের ইলিশের চাহিদার একটি বড় অংশ লক্ষ্মীপুর জেলা থেকে সরবরাহ করা হয়। এছাড়া চিংড়ি, মৌরালা, পুঁটি, খোলসে, বাইন ও চেলা মাছের প্রাচুর্য ও মিঠা পানির মাছ যেমন: রুই, মৃগেল, আইর, টেংরা, মাগুর, সিং, কই, পাবদা প্রভৃতি মাছের সমারহ লক্ষ্মীপুর কে আলাদা ভাবে পরিচিত করায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস