Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় রামগতিতে ৬ জেলের অর্থদণ্ড
Details

লক্ষ্মীপুরের রামগতিতে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ ধরার দায়ে ৬ জেলেকে ৫ হাজার টাকা করে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শান্তুনু চৌধুরী এ রায় দেন।এরআগে সকালে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে মৎস্য দপ্তর অভিযান চালিয়ে তাদের আটক করে।

দন্ডপ্রাপ্ত জেলেরা হলেন – হোসেন আহম্মদ (৫০), মো. জাহাঙ্গীর (৪০), শেখ ফরিদ (৩০), নুর উদ্দিন (৩০), আবদুল করিম (৭২), মো. ইউনুস (৪৫)। তাদের প্রত্যেকে উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: জসিম উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, মেঘনা নদীতে মাছধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষনা করেছে সরকার। তবুও নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে আটককৃত জেলেদেরকে ওই জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শান্তুনু চৌধুরী বলেন, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ধারায় ওই ৬ জনকে ৫ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

প্রসঙ্গত, রামগতির মেঘনা নদীতে জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় ২২ দিন সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ নিষেধাজ্ঞা ৭ অক্টোবর মধ্য রাত থেকে ২৮ অক্টোবর মধ্য রাত পর্যন্ত। এ ২২ দিন সকল ধরনের জাল ফেলা ও মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এসময় সব রকমের ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাত করণ, মজুত ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে।

Images
Attachments
Publish Date
28/10/2022
Archieve Date
31/12/2022