বাংলা নববর্ষ বঙ্গালী জাতির প্রিয় উৎসব, প্রতি বছরের ন্যায় এবারও রামগতি উপজেলায় সরকারীভাবে উদযাপিত হবে পহেলা বৈশাখ। এ বছর ভিন্ন আঙ্গিকে গ্রাম বাংলার চির চেনা রুপ নিয়ে পালিত হবে নববর্ষ, রামগতি উপজেলা প্রশাসনের উদ্যোগে রয়েছে দিনব্যাপি নানা কর্মসূচি:
ক্রমিক নং | তারিখ ও সময় | কর্মসূচি |
০১. | ০১.০১.১৪২১বঙ্গাব্দ ১৪-০৪-২০১৪ইং সকাল- ৭.০০-৭.৩০ পর্যন্ত | শোভাযাত্রা স্থান- উপজেলা পরিষদ প্রাঙ্গন হতে আলেকজান্ডার আলিয়া মাদ্রাসা সংলগ্ন মাঠ হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রত্যাবর্তন। |
০২. | ০১.০১.১৪২১বঙ্গাব্দ ১৪-০৪-২০১৪ইং সকাল-৭.৩০ ঘটিকা | পান্তা উৎসব |
০৩. | ০১.০১.১৪২১বঙ্গাব্দ ১৪-০৪-২০১৪ইং সকাল-৮.৩০ ঘটিকা | মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান |
উক্ত সকল অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সর্বস্তরের জনগণকে অনুরোধ জানান গেল।
মোহাম্মদ দেলোয়ার হোসেন
উপজেলা নির্বাহী অফিসার
রামগতি, লক্ষ্মীপুর।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS