রামগতির উল্লেখযোগ্য নদী মেঘনা ও ভুলুয়া। উপজেলাটি ভুলুয়া নদীর মাধ্যমে দ্বিখন্ডিত হয়েছে। ভুলুয়া নদী খননের মাধ্যমে উপজেলার জলাবদ্ধতা দূর করা হয়েছে। মেঘনা হতে উপজেলার লোকজন রূপালী্ ইলিশসহ অন্যান্য মাছ ধরে জীবন যাপন করে থাকে। উপজেলার একটি বৃহৎ অংশ জীবিকা আয়নের জন্য মেঘনা নদীর উপর নির্ভরশীল। মূল ভূখন্ড হতে মেঘনা নদী পার হয়ে উপজেলার বিচ্ছিন্ন চর আবদুল্যাহ যেতে হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS