রামগতি উপজেলার আয়তন প্রায় ৩৭৫ বর্গ কিলোমিটার। রামগতি উপজেলার উত্তরে কমলনগর উপজেলা, পূর্বে নোয়াখালী সদর ,দক্ষিণে নোয়াখালীর হাতিয়া উপজেলা এবং পশ্চিমে ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলা।
বিভিন্ন জ্ঞানী প্রবীণ এবং বিভিন্ন সূত্র মতে বর্তমান মেঘান নদীর উপকূলীয় উপজেলা রামগত নামক স্থানে রামকৃষ্ণ নামের এক ব্যক্তির আড়ৎ বা গদি ছিল। ক্রমে এই স্থানটি রামের গদি নামে পরিচিত হতে থাকে। পরবর্তীতে রামের গদি নামটি বিবর্তনের ধারাবাহিকতায় রামগতি হিসাবে রূপান্তরিত হয়। রামগতি থানা বড়খেরী ইউনিয়নে স্থাপন করা হয়। পরবর্তীতে নদী ভাঙ্গন জনিত কারণে ১৯৮২ সালে বর্তমান স্থানে স্থানান্তরতি করা হয়।
রামগতি উপজেলা ৩১ (একত্রিশ) টি গ্রাম নিয়ে গঠিত। এই উপজেলার মোট জনসংখ্যা ২,২৯,১৫৩ জন এর মধ্যে পুরুষ ১,১৭,৭১৫ জন এবং মহিলা ১,১১,৪৩৮ জন।জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে ৭৯৬ জন।মোট জনসংখ্যার মধ্যে ৯৪.৮০% মুসলিম ,৫.১৮% হিন্দু এবং ০.০২% অন্যান্য ধর্মাবলম্বী। রামগতি উপজেলার শিক্ষার হার ২৯.৫০% এই উপজেলার মোট ভোটার সংখ্যা ১,২৪,১৭৯ । এর মধ্যে পুরুষ ভোটার ৫৯,৭৪৩ জন এবং মহিলা ভোটার সংখ্য ৬৪,৪৩৬ জন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS