সয়াবিন একটি অপ্রচলিত রবি শস্য।লক্ষ্মিপুর জেলার উপকুলীয় অঞ্চল ও চরাঞ্চলে এটি অন্যতম প্রধান অর্থকারী ফসল। রামগতি উপজেলার প্রায় ১৮৫০০ হেক্টর জমিতে(চরাঞ্চল,সমতল ভুমি ও নিন্ম ভুমি) সয়াবিনের চাষ হয়। যা বাংলাদেশে মোট উৎপাদিত সয়াবিনের এক-তৃ্তীয়াংশ। সয়াবিনের সম্ভাবনা অনেক। সয়াবিনকে প্রক্রিয়াজাতকরন করে সয়াফুড,তৈল,কন্ডেন্সমিল্ক,বিভিন্ন মুখরোচক খাবার তৈ্রি করা যায়।এর উপর ভিত্তি করে অত্র উপজেলায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিশাল সম্ভাবনা রয়েছে। এতে করে অত্র এলাকার বেকারত্ব দূর করা সম্ভব। যে জন্য প্রয়োজন সরকারী-বেসরকারী বিনিয়োগ এবং স্থানীয় জনগন বিশেষ করে যুব সমাজের উদ্যোগ। সয়াবিনের অপার সম্ভাবনা কাজে লাগিয়ে লাভবান হতে পারে উপকূলীয় জেলা সমুহ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS